Signed an Agreement with an Indian Consortium of Consultants


On Wednesday 23 February 2022, Kumudini Welfare Trust of Bengal signed an agreement with an Indian consortium of consultants comprised by Medica-Synergie and Thinkthrough Consulting Private Ltd following extended discussions and exchange of visits by both parties since 2021. The consortium will be supporting Kumudini’s new project Kumudini International Institute of Medical Sciences & Cancer Research (KIIMS CaRe) to formulate the business and implementation plan for hospital development in Khanpur of Narayanganj. Kumudini Hospital Mirzapore’s eight decades journey of philanthropy will be instrumental in guiding the establishment of KIIMS CaRe.

গত বুধবার ২৩ ফেব্রুয়ারী ২০২২ এ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ভারতীয় কনসালটেন্ট প্রতিষ্ঠান Medica-Synergie and Thinkthrough Consulting Private Ltd এর সহিত “কুমুদিনী ইন্টান্যাাশনাল ইনস্টিটিউট অব মেডকেল সায়েন্সসে এন্ড ক্যান্সার রিসার্চ (KIIMS CaRe)” প্রকল্প বাস্তবায়নে ব্যবসা এবং পরিকল্পপানা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি স্বাক্ষরের পূর্বে উভয় প্রতিষ্ঠান কর্তৃক দীর্ঘ আলোচনা এবং প্রকল্প এলাকা ও ভারতে অবস্থিত কয়েকটি সফল হাসপাতাল পরিদর্শন অন্তভর্‚ক্ত ছিল। কুমুদিনী হাসপাতাল মির্জাপুরের মানব সেবায় ৮০ বছরের অভিজ্ঞতার আলোকে নারায়ণগঞ্জের খানপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট KIIMS CaRe প্রতিষ্ঠা করছে।