Orientation at Kumudni Post Graduate Nursing Institute


28 April 2021, Mirzapur, Tangail: Orientation Program for the first batch of M Sc in Nursing students was held at Kumudini Post Graduate Nursing Institute (KPGNI) which is one of the educational institutions of Kumudini Welfare Trust. The Trust was founded by Shaheed Philanthropist Ranada Prasad Shaha in 1938.

The foundation stone of Kumudini Post Graduate Nursing Institute (KPGNI) was laid by Hon’ble Prime Minister Sheikh Hasina during her last visit to Kumudini Complex, Mirzapur on 14 March 2019.

Due to the Corona pandemic, maintaining health guidelines the orientation program was held face to face as well as in the virtual mode. Professor Dr. Md. Sharfuddin Ahmed, Vice Chancellor, Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) was present virtually as the Chief Guest. Professor Dr. Mohammad Hossain, Dean of Faculty of Nursing, BSMMU; Dr A K M Shariful Islam, Member Secretary of Nursing Development Committee of BSMMU; Ekushya Award winner Ms Protiva Mutsuddy; Rokeya Award winner & Director of Kumudini Welfare Trust Mrs. Srimati Shaha were the Special Guests. Heads of different institutions of the Trust also attended. The program was participated in virtual mode by Director KPGNI Prof Chung Yul Lee from South Korea; Dr Jenny Kerrison Head of the Dept of Nursing Management, KPGNI and Dr Linda Jones Head of the Dept of Women’s Health & Midwifery Nursing, KPGNI both from Australia. The program was presided over by Sister Rina Magdaline Cruze, Principal Kumudini Nursing College.


The students joining the orientation program shall pursue M Sc Nursing courses with majors in Nursing Management and Women’s Health & Midwifery Nursing.

It may be mentioned that Kumudini Welfare Trust is more than 87 year old philanthropic organization. Contribution of Kumudini in nursing education in Bangladesh is well known and is now a brand name. Back in 1973 Kumudini Welfare Trust commenced nursing education through establishment of Kumudini Nursing School. This was followed by setting up of the first nursing college in the private sector in 2007 which is providing degree in B Sc Nursing. Both in the case of Nursing School and later Nursing College, Kumudini started in a humble way with a few students. Later, the demand rose so much that having increased the facilities Kumudini was unable to accept all those who applied for admission. So far it is the same in the case of KPGNI. Overcoming the fear of the pandemic Kumudini had taken the bold step of commencing M Sc in Nursing at KPGNI with only two students. Kumudini aspires to provide the best education with the help of quality faculty members from home and abroad.

২৮ এপ্রিল ২০২১, মির্জাপুর, টাঙ্গাইল: ১৯৩৮ সালে শহিদ দানবীর রণদা প্রসাদ সাহা কর্তৃক প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অন্তর্ভূক্ত কুমুদিনী পোস্ট গ্রেজুয়েট নার্সিং ইন্সটিটিউট (KPGNI) এ এমএসসি নার্সিং কোর্সে অংশগ্রহণকারী প্রথম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের আজ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ১৪ মার্চ মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সে আগমনকালে বেসরকারি খাতে প্রতিষ্ঠিত দেশের প্রথম এই পোস্ট গ্রেজুয়েট নার্সিং ইন্সটিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

চলমান কোভিড মহামারির কারণে ওরিয়েন্টেশন কর্মসূচিটি স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও অনুষ্ঠিত হয়। বেলা ১০টায় অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সম্মানীত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথিরা ছিলেন বিএসএমএমইউ এর নার্সিং ফেকাল্টির ডীন অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন; একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ মিস প্রতিভা মুৎসুদ্দি; পরিচালক কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এবং রোকেয়া পদকপ্রাপ্ত মিসেস শ্রীমতি সাহা এবং বিএসএমএমইউ এর নার্সিং ডেভেলপমেন্ট কমিটির মেম্বার সেক্রেটারী ডাঃ এ কে এম শরীফুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন দক্ষিণ কোরিয়া থেকে কুমুদিনী পোস্ট গ্রেজুয়েট নার্সিং ইন্সটিটিউট (KPGNI)-এর পরিচালক Prof Chung Yul Lee এবং অস্ট্রেলিয়া থেকে এই ইন্সটিটিউটের নার্সিং ম্যানেজম্যান্ট বিভাগের প্রধান Dr Jenny Kerrison ও উইমেন্স হেলথ এন্ড মিডওয়াইফারি নার্সিং বিভাগের প্রধান Dr Linda Jones| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমুদিনী নার্সিং কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ম্যাগডালিন ক্রুশ।

এমএসসি নার্সিংয়ে শিক্ষার্থীগণ নার্সিং ম্যানেজমেন্ট এবং উইমেন্স হেলথ এন্ড মিডওয়াইফেরি নার্সিং বিষয়ে অধ্যয়ন করবেন।

উল্লেখ্য, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ৮৭ বছরেরও পুরনো একটি সেবামূলক প্রতিষ্ঠান। দেশে নার্সিং শিক্ষাদানে এই সংস্থার অবদান সর্বজনস্বীকৃত। ট্রাস্টের প্রতিষ্ঠাতার সুদূর প্রসারী পরিকল্পনা অনুসারে এই সংস্থাটি ১৯৭৩ সালে কুমুদিনী নার্সিং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে নার্সিং শিক্ষাদানের সূচনা করে যা বর্তমানে দেশের চিকিৎসাসেবা ব্যবস্থায় একটি ‘ব্র্যান্ড নেম’ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে বেসরকারি খাতে বাংলাদেশে প্রথম কুমুদিনী ট্রাস্ট ২০০৭ সালে প্রতিষ্ঠা করে কুমুদিনী নার্সিং কলেজ যেখান থেকে শিক্ষার্থীগণ নার্সিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করে থাকেন। প্রতিষ্ঠাকালে নার্সিং স্কুল এবং নাসিং কলেজ খুব অল্প সংখ্যক ছাাত্রী নিয়ে যাত্রা আরম্ভ করে। পরবর্তীতে চাহিদা বাড়ার সাথে সাথে সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেও ভর্তি ইচ্ছুক ছাত্রীদের সংকুলান করা যচ্ছে না। আশাকরা যাচ্ছে যে, এমএসসি নার্সিং এর ক্ষেত্রেও একই রুপ বা তারও বেশী সাড়া পাওয়া যাবে। এরই ধারাবাহিকতায় করোনা মহামারি উপেক্ষা করে কুমুদিনী দুইজন ছাত্রী নিয়ে এমএসসি নার্সিং চালু করার সাহসী পদক্ষেপ গ্রহন করেছে। দেশী-বিদেশী শিক্ষক মন্ডলীর সমন্বয়ে কুমুদিনী বিশ্বমানের নার্সিং শিক্ষদানে বদ্ধপরিকর।